মঙ্গলবার দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। রাজ্যের চারটি আসনে রয়েছে ভোট। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসনে ভোটগ্রহণ চল্পছে। চারটি আসনের বেশ কয়েকটি জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়েছে। এখনও পর্যন্ত কমিশনে মোট ১৮২টি অভিযোগ জমা পড়েছে। দলগত ভাবে অভিযোগ এসেছে ৯৯টি। এর মধ্যে সিপিএম সবচেয়ে বেশি অভিযোগ করেছে। কমিশনে দলটির অভিযোগ প্রায় ৭৩টি। এছাড়াও নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস ১২টি, তৃণমূল ২টি এবং বিজেপি ২টি করে অভিযোগ করেছে।