মঙ্গলবার দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। রাজ্যের চারটি আসনে রয়েছে ভোট। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসনে ভোটগ্রহণ চল্পছে। সকাল থেকেই মুর্শিদাবাদ কেন্দ্রে উত্তেজনার খবর সামনে আসছে। অশান্তি রুখতে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম দাপিয়ে বেড়াচ্ছেন। রানিনগরের এক বুথে সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। শাসক দলের ভয়ে সিপিএম এজেন্ট মোস্তাকিন শেখ একটি কলাবাগানে লুকিয়ে ছিলেন। খবর পেয়ে মহম্মদ সেলিম মোস্তাকিনকে বুথে ফিরিয়ে নিয়ে আসেন। অন্যদিকে, ভুঁয়ো এজেন্ট সেজে বুথে বসেছে তৃণমূল, এমন অভিযোগও উঠেছে। ইসলামপুরের গোপীনাথপুরের এক বুথে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের হাতে ধরা পড়েছে ভুয়ো এজেন্ট। বুথে গিয়ে ভুয়ো এজেন্টকে সেলিম নিজেই কলার ধরে বের করে দেন।