স্কুল সার্ভিস কমিশনের অধীনে ২৫,৭৫৩টি চাকরি বাতিলের নির্দেশ দেই কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে পৌঁছাই রাজ্য সরকার। নিয়োগ বাতিল সংক্রান্ত কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। গত সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হয়। কিন্তু সেই কলকাতা হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দেইনি সুপ্রিম কোর্ট। মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। সোমবার মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও, শুনানি পিছিয়ে যায় মঙ্গলবার। আজ সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত সংক্ষিপ্ত রায়প্রদান করে। চাকরিহারাদের সুদ সহ টাকা ফেরত দেওয়ার উপর অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মন্ত্রীসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই পদক্ষেপে স্থগিতাদেশ বহাল রেখেছে আদালত। এদিন আদালত জানিয়েছে, যদি যোগ্য-অযোগ্য বাছাই করা যায়, তবে পুরো প্যানেল বাতিল করা ঠিক নয়। চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, এখনই চাকরি বাতিল হচ্ছে না। আগামী ১৬ জুলাই ফের শুনানি হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।