প্রকাশিত হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষা শেষের ৬৯ দিন পর ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের। বুধবার এক সংবাদ সম্মেলন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফলাফল ঘোষণা করেন। চলতি বছরে পরীক্ষা দিয়েছিল ৭,৬৪,৪৪৮ জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। চলতি বছরের পরীক্ষায় পাশের হার ৯০ শতাংশ। পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। মোট সংখ্যালঘু ১,৮৭,৯২৪ জন পরীক্ষা দিয়েছিল। সংখ্যালঘু পরিক্ষার্থীদের পাশের হার ৮৬.৯০ শতাংশ। এবছরে বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৭ শতাংশ এবং কলা বিভাগে পাশের হার ৮৮.২ শতাংশ।