প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষা শেষের ৬৯ দিন পর ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের। বুধবার এক সংবাদ সম্মেলন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফলাফল ঘোষণা করেন। চলতি বছরে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছেন ৫৮ জন পড়ুয়া। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভীক দাস। কৃতী এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৪৯৬। এদিকে মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচী রায় তালুকদার এবং স্নেহা ঘোষ। প্রতীচী রায় কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। অন্যদিকে স্নেহা হুগলীর চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের ছাত্রী। দুজনেই উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় সবমিলিয়ে চতুর্থ স্থান অধিকার করেছে। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩।