প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষা শেষের ৬৯ দিন পর ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের। বুধবার এক সংবাদ সম্মেলন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফলাফল ঘোষণা করেন। চলতি বছরে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছেন ৫৮ জন পড়ুয়া। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভীক দাস। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচী রায় তালুকদার এবং স্নেহা ঘোষ। এদিকে মুসলিমদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আফরিন মন্ডল। আফরিন পূর্ব বর্ধমানের মেমারি ভিএম ইন্সটিটিউশন, ইউনিট-১ এর ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৪৯১ (৯৮.২%)। সবমিলিয়ে রাজ্যে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। আফরিন জানিয়েছে, “আমার এই সাফল্যে আমার বাবা-মা এর পাশাপাশি স্কুল শিক্ষক, গৃহ শিক্ষক সকলের অবদান অনস্বীকার্য।” জানা গিয়েছে, ভবিষ্যতে আফরিন ডাক্তার হতে চাই। তার বাবা আবদুল আজিম মন্ডল, পেশায় একটি এমএসকে স্কুলের গেস্ট টিচার।