প্রথম দফা ভোট শুরুর ঠিক আগে কোচবিহারে এক সিআরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর খবরে সামনে এসেছিল। এবার চতুর্থ দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের মৃত্যুর খবর সামনে এসেছে। ভোটের ডিউটিরত অবস্থায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষরক্ষা হয়নি। জানা গিয়েছে, বীরভূম লোকসভা কেন্দ্রের মুরারইয়ের ২ নম্বর ব্লকের পাইকর জাজিগ্রাম ২০৩ নম্বর বুথে কর্তব্যরত অবস্থাই ছিলেন মেহেন্দ্র সিং। সকাল ১০ টা নাগাদ চেয়ারে বসে থাকা অবস্থাই হঠাৎ অসুস্থতা অনুভব করেন। দ্রুত রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, এই জওয়ান উত্তরাখন্ডের বাসিন্দা। মনে করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।