সোমবার দেশ জুড়ে সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ৯৬টি আসনে বৈকাল ৫টা পর্যন্ত ৬২.৩১ শতাংশ ভোটদান করেছে। দেশের মধ্যে বাংলায় সর্বোচ্চ ভোটার উপস্থিতি রেকর্ড করা হয়েছে। চতুর্থ দফার ভোটে রাজ্যে কমিশনের কাছে ১,৭০৫টি অভিযোগ জমা পড়েছে৷ ৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যের ৮টি আসনে ভোটগ্রহণ হয়। কমিশন বলেছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। বৈকাল ৫টা পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে ভোটের হার ৭৫.৬৬ শতাংশ। সর্বোচ্চ ভোটদান হয়েছে বোলপুর লোকসভা আসনে। ৮টি আসনের মধ্যে বোলপুর আসনে ভোটদানের হার ৭৭.৭৭ শতাংশ। এছাড়াও বহরমপুরে ৭৫.৩৬ শতাংশ, কৃষ্ণনগরে ৭৭.২৯ শতাংশ, রানাঘাটে ৭৭.৪৬ শতাংশ, বর্ধমান পূর্বে ৭৭.৩৬ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৭৫.০২ শতাংশ, আসানসোলে ৬৯.৪৩ শতাংশ এবং বীরভূমে ৭৫.৪৫ শতাংশ ভোট পড়েছে।