নিউজক্লিক সম্পাদক প্রবীর পুরকায়স্থ বড় স্বস্তি পেয়েছেন। বুধবার তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, গ্রেপ্তারের পেছনের অভিযোগ ভিত্তিহীন। গত বছরের ৩ অক্টোবর চীনের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে ইউএপিএ ধারায় গ্রেফতার করা হয় প্রবীরকে। বিচারপতি গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ বলেছে, পুরকায়স্থের গ্রেপ্তার এবং পরবর্তী রিমান্ড অবৈধ। বেঞ্চ বলেছে, রিমান্ডের আগে তাঁকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে তার আইনজীবীকে জানানো হয়নি। নিউজক্লিকের প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদককে মুক্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আদেশের বিষয়ে কথা বলতে গিয়ে, আইনজীবী আরশদীপ খুরানা বলেছেন, তাকে ট্রায়াল কোর্টের সামনে একটি জামিন বন্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খুরানা বলেছেন, আমরা শুরু থেকেই বলে আসছি তার বিরুদ্ধে পুলিশ যে ব্যবস্থা নিয়েছে তা সম্পূর্ণ বেআইনি এবং গ্রেফতারের পদ্ধতিও বেআইনি। এটি এখন সুপ্রিম কোর্ট বহাল রেখেছে।