বৃহস্পতিবার দুপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় মালদহে। এই সময় বজ্রপাতে জেলাজুড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। পৃথক বজ্রপাতের ঘটনায় মৃতদের মধ্যে তিন নাবালক ও দুই যুবকও রয়েছে। বজ্রপাতে নিহত ব্যক্তিদের দুর্যোগ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। পুরাতন মালদহের সাহাপুরে আম কুড়ানো ও পাহাড়ার সময় মৃত্যু হয়েছে তিনজনের। আম কুড়াতে গিয়ে মানিকচকে মৃত্যু হয়েছে দুই নাবালক ও এক বৃদ্ধের। রতুয়া থানা এলাকাই জমিতে ধান কাটতে গিয়ে প্রাণহানী হয়েছে এক ব্যক্তির। গাজোল ও হরিশ্চন্দ্রপুর থেকেও মৃত্যুর খবর সামনে এসেছে।