বেশ কয়েকদিন থেকেই উত্তপ্ত পরিবেশ বিরাজ করেছে প্রতিবেশী দেশ বাংলাদেশে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এখনও কিছু কিছু জায়গায় হিংসার ঘটনা সামনে আসছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশ নিয়ে বারবার সতর্ক করছে রাজ্য পুলিশ। পুলিশের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এদিন কিছু টিভি চ্যানেলের রিপোর্টিং নিয়ে সতর্ক করা হয়েছে। রাজ্য পুলিশ এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছে, “কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে, তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক, এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী।”
রাজ্য পুলিশের পক্ষ থেকে আবেদন জানিয়ে বলা হয়েছে, “দর্শকদের অনুরোধ, এই ধরণের কভারেজ দেখার সময় নিজস্ব বিচারবিবেচনা প্রয়োগ করুন, এবং মাথায় রাখুন যে চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনও নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয়। একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।”