বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার সেনা সদর দফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সেনাপ্রধান বলেন, “নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাঁকে বিমানবন্দরে রিসিভ করবো। আশা কারি আগামীকাল রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’ এই সরকারের সদস্য হবে ১৫ জন। তবে দুই একজন বাড়তেও পারে। এ বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান আরও বলেন, ড. ইউনূসকে সব ধরনের সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী। আমরা আশা করি সবার চেষ্টায় আমরা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব।