শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে নিজ বাড়িতেই জীবনাবসান হয়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল।
দীর্ঘদিন থেকেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যাই ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর আগেই একাধিকবার হাসপাতালে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাজ্যে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর বাম শাসনে মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।