বাংলাদেশে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ড. ইউনূসকে স্বাগত জানিয়েছেন সেনা, বিমান ও নৌ বাহিনীর প্রধানগন। পাশাপাশি উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আজ রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিতে পারেন ড. ইউনূস।