ছাত্র আন্দোলনকারীদের চাপের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার তিনি নীতিগতভাবে পদত্যাগের কথা জানিয়েছেন। গত বছর সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে নিয়োগ পাওয়া হাসানকে সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত হিসেবে দেখা হয়। তাঁর পদত্যাগের দাবিতে ঢাকায় সুপ্রিম কোর্টের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ক্রমবর্ধমান চাপের পর তাঁর পদত্যাগ।