বাংলাদেশের প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। এদিকে গ্রেফতার হওয়ার সময় কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানে সালমান এফ রহমান তার চুল ও দাড়ি কেটে ভিন্ন লুক তৈরি করে পালাতে গিয়ে ধরা পড়েন। নৌপথে পালিয়ে যাওয়ার সময়’ ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র ও একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ভাইরাল ছবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে চুল-দাড়ি কাটা অবস্থায় দেখা যায়। তার পূর্বের ছবিতে মুখে লম্বা সাদা দাড়ি রাখা অবস্থায় দেখা যায়। কিন্তু গ্রেফতারের সময় দেখা যায় তার মুখে কোনো দাড়ি নেই, মুখ ক্লিন সেইভ। প্রথমে দেখে বুঝা যায় না এটা সাবেক প্রভাবশালী সালমান এফ রহমান। ভাইরাল ছবিতে আরো দেখা যায়, সাবেক এ আওয়ামী লীগ নেতা গেঞ্জি ও লুঙ্গি পরা অবস্থায় নৌকার পাটাতনে বসে আছে। আরেকটি ছবিতে দেখা যায়, হাত বাধা অবস্থায় বসে আছেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও একি নৌকা থেকে গ্রেফতার হয়েছেন। তাকেও লুঙ্গি ও গেঞ্জি পরা অবস্থায় দেখা গিয়েছে। এদিকে তাদের এ ছবি ছড়িয়ে পড়লে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর হাসিনার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন। আওয়ামী লীগের অনেক নেতাও আত্মগোপনে আছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর সামনে এসেছে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।