আরজি কর হাসপাতালে তরুনী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তদন্ত করবে সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে দায়িত্ব পাওয়ার পর সক্রিয় হয়েছে সিবিআই। এদিন কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে এফআইআরও করেছে সিবিআই। মামলার তদন্তে দিল্লি থেকে আসছে সিবিআইয়ের বিশেষ দল। দিল্লির সিবিআই আধিকারিকদের একটি দল ফরেনসিক বিশেষজ্ঞ এবং চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে কলকাতায় যাবে। জানা যাচ্ছে, বুধবার সকালে দিল্লি থেকে সিবিআইয়ের বিশেষ দল কলকাতায় আসবেন। এরপর আরজি কর খুনের ঘটনার তদন্তে ঘটনাস্থল পরিদর্শনও করবেন।