আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন মামলায় দেশজুড়ে প্রতিবাদ চলছে। বুধবার এই মামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা প্রশ্ন তুলেন, নির্যাতিতার বিচার না করে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। রাহুল গান্ধী সামাজিক মাধ্যম ‘এক্স’-এ বলেছেন, “কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ন্যাক্কারজনক ঘটনায় হতবাক গোটা দেশ। যেভাবে তার বিরুদ্ধে সংঘটিত নৃশংস ও অমানবিক কর্মকাণ্ড হয়েছে, তাতে চিকিৎসক সমাজ ও নারীদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করছে।” এরপর রাজ্যকে নিশানা করে বিরোধী দলনেতা বলেন, “নির্যাতিতার বিচার না করে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের ওপর গুরুতর প্রশ্ন তুলেছে।”
রাহুল গান্ধী আরও বলেছেন, “এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করেছে যে, মেডিকেল কলেজের মতো জায়গায় যদি ডাক্তাররা নিরাপদ না থাকে, তাহলে অভিভাবকরা কিসের ভিত্তিতে তাদের মেয়েকে বিদেশে পড়তে আস্থা রাখবেন? নির্ভয়া মামলার পর তৈরি হওয়া কঠোর আইনও কেন এই ধরনের অপরাধ বন্ধ করতে ব্যর্থ? হাতরাস থেকে উন্নাও এবং কাঠুয়া থেকে কলকাতা পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ঘটনার বিষয়ে, প্রতিটি দল এবং প্রতিটি অংশকে একসাথে গুরুত্ব সহকারে আলোচনা করতে হবে এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে।” তিনি নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, “এই অসহনীয় দুর্ভোগে আমি নিহতের পরিবারের পাশে আছি। প্রতিটি পরিস্থিতিতে তাদের ন্যায়বিচার পাওয়া উচিত এবং অপরাধীদের এমন শাস্তি হওয়া উচিত যা সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করা উচিত।”