আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সোচ্চার পুরো দেশ। কিন্তু বুধবার মধ্যরাতে অভিনব প্রতিবাদের সাক্ষী থাকলো রাজ্যবাসী। প্রতিবাদে গর্জে উঠল বাংলার মহিলারা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত দখলের কর্মসূচিতে শামিল হলেন মেয়েরা। মহিলাদের সাথে শামিল হলেন পুরুষরাও। কলকাতা থেকে শিলিগুড়ি, শহর থেকে মফস্বল সর্বত্রই রাতের রাজপথ চলে যায় মেয়েদের দখলে। সকলের স্লোগানে মুখরিত হয় ‘আরজি করের ঘটনার ন্যায়বিচার চাই’। জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, প্রতিটি কোণে মহিলাদের কোথাও হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে তাদের কর্মসূচি পালন করে। আবার কোথাও মশাল হাতে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে মেয়েরা। মোমবাতি জ্বালানো হচ্ছে রাজপথে। আবার কোথাও ছবি আঁকছেন স্থানীয় বাসিন্দারা। ন্যায়বিচারের দাবিতে অন্য এক অভিজ্ঞতার সাক্ষী থাকলো পুরো রাজ্যবাসী।