আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সোচ্চার পুরো দেশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত দখলের কর্মসূচিতে শামিল হয়েছে মহিলারা। এসবের মাঝেই গভীর রাতে উত্তপ্ত পরিবেশ আরজি কর হাসপাতালে। এদিন হাসপাতাল প্রাঙ্গন থেকেও শুরু হয় রাত দখলের কর্মসূচী। ঠিক তার পরেই হঠাৎ এক দল বহিরাগত যুবক পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে প্রবেশ করে। তাদের হাতে রড, পাথর, লাঠি ছিল বলে জানা গিয়েছে। জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এরপর দুষ্কৃতীরা হাসপাতালে তান্ডব চালাই ও ভাঙচুর করে। তারা হাসপাতালের একাধিক ওয়ার্ডের কাঁচ ভাঙচুর করে। ভেঙে দেওয়া হয়েছে ভিতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, আসবাব। জরুরি বিভাগে আর চিকিৎসার পরিস্থিতিই নেই। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। এমনকি হাসপাতালে আন্দোলনকারীদের মঞ্চও ভেঙে দেওয়া হয়েছে। পরবর্তীতে পুলিশের সাথে বহিরাগত দুস্কৃতিদের পাল্টা লড়াই চলে৷ পুলিশের উপর পাথর ছুঁড়তেও দেখা গিয়েছে। এতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন।