আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে নিয়ে চলছে বিতর্ক। সিবিআই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদও করেছে। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর সাথে যোগসূত্র গেঁথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু। শুভেন্দুর অভিযোগ, সন্দীপ ঘোষ ২০২১ সালে ভালো পায়ে ব্যান্ডেজ করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এই সন্দীপ ঘোষের গুণের তো শেষ নেই। ২০২১ সালে ভালো পা টাকে ব্যান্ডেজ জড়িয়েছিলি উনি। সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে। পশ্চিমবাংলার মানুষকে টুপি পড়িয়েছিলেন ২০২১ সালে। ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ‘হুইল চেয়ার চিহ্নে’ ভোট দিন বলে পুরো পশ্চিমবঙ্গ ঘুরে বেড়িয়েছেন। সেই অপকর্মটা করিয়েছে সন্দীপ ঘোষ। তাই তিনি চিৎকার করে বেড়াচ্ছেন বাম-রাম, রাম-বাম। রাম-বাম সন্দীপ ঘোষ দিতেন খাম।”