আরজি কর কান্ডের আবহে ফের সামনে এলো ধর্ষণে মৃত্যুর ঘটনা। ইউপির সোনভদ্র জেলার দুধি থানা এলাকার এক নাবালিকা ছাত্রী ধর্ষণের শিকার হয়। ওই ছাত্রী বারাণসীর বিএইচইউ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। অষ্টম শ্রেণীর ওই ছাত্রী ২০ দিন হাসপাতালে জীবন-মৃত্যুর মধ্যে দুলতে থাকে এবং অবশেষে সে জীবন যুদ্ধে হেরে যায়। ধর্ষণের আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকেই পলাতক রয়েছে। পুলিশ পকসো আইনে মামলা দায়ের করেছে এবং গ্রেপ্তারের জন্য দল গঠন করেছে। এ ব্যাপারে নিহত নাবালিকা ছাত্রীর মা জানান, আমার ১৪ বছরের মেয়ে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে পড়ত এবং সে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। অভিযুক্ত বিশ্বম্ভর নাবালিকার স্কুলে স্পোর্টস ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। মেয়েকে খেলাধুলায় অংশগ্রহণের জন্য ৩০ ডিসেম্বর তার বাড়িতে ডেকেছিলেন। এ সময় অভিযুক্ত তাকে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে এবং ঘোড়াভালে আয়োজিত দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে নিয়ে যায়। লোকলজ্জার ভয়ে আমাদের মেয়ে বাড়িতে এ ঘটনা সম্পর্কে কিছু জানায়নি। ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে, আমরা তাকে অনেক জায়গায় চিকিৎসা করিয়েছি কিন্তু তাতে লাভ হয়নি। এদিকে মেয়েটিকে ছত্তিশগড়ে তার আত্মীয়দের কাছে পাঠানো হয়েছে। সেখানেও তাকে চিকিৎসা দেয়া হলেও তার অবস্থা আগের মতোই ছিল। এরপর মেয়েটি তার খালাকে ঘটনাটি জানায়। তারপর মেয়েটির স্বাস্থ্যের হঠাৎ অবনতি হলে তাকে বারাণসীর বিএইচইউতে ভর্তি করা হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক বিষয়টি চাপা দিতে ও বিষয়টি গোপন রাখতে নাবালিকা ছাত্রীকে পরিবারকে ৩০ হাজার টাকা দিয়েছেন। লোকলজ্জার ভয়ে পরিবারটি চুপ করে রইল। কিন্তু ছাত্রীর অবস্থার অবনতি দেখে বাবা দুধি থানায় অভিযোগ দায়ের করেন এবং মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ জুলাই পরিবারের লোকেরা অভিযোগ দিয়েছিল। তার বিরুদ্ধে পকসো ও ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। দুধি থানার ইনচার্জ মনোজ সিং জানান, সে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। ২০২৩ সালের ডিসেম্বরে, স্কুলের নির্দেশনামূলক শিক্ষক মেয়েটিকে খেলাধুলার অজুহাতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটির স্বাস্থ্যের অবনতি হয় এবং তাকে বেশ কয়েক দিন চিকিৎসা করা হয়। গ্রামবাসীরা বিষয়টি জানতে পারে এবং ক্যাপ্টেন সাহেব বিষয়টি জানতে পারেন। তিনি আমাদের জানান, আমরা তদন্ত করে সত্য বলে প্রমাণিত হয় এবং পরিবারের সদস্যদের ডাকা হয়। ওই মানুষগুলো গ্রামে ছিল না। ছত্তিশগড়ে চিকিৎসাধীন ছিলেন। তাকে ডাকা হয়েছিল। তাকে কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসা দেয়া হয়। মেয়েটিকে জেলা ম্যাজিস্ট্রেট হাসপাতালে রেফার করা হয়েছে। যেখানে ১৫ দিন ধরে চিকিৎসা চলতে থাকলে চিকিৎসকরা তাকে বিএইচইউতে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।