মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযান আয়োজিত হয়। অপরাধ মূলক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অন্যতম আয়োজক সায়ন লাহিড়ীকে। মঙ্গলবার রাতে পুলিশ সায়নকে গ্রেপ্তার করে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন। সুকান্ত মজুমদার বলেছেন, ” আজকের নাগরিক আন্দোলন দেখে কেঁপে গেছে নবান্ন। কর্মসূচি মিটতেই শুরু হয়ে গেল আরেক দফা ধরপাকড়। এবিপি আনন্দর স্টুডিও থেকে বেরোতেই পুলিশ তুলে নিয়ে গেল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম মুখ সায়ন লাহিড়ীকে। পুলিশ দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করা যাবে না।”