শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিল সুপ্রিমকোর্ট। প্রায় ৬ মাস পর স্বস্তি পেলেন তিনি। আবগারি কেলেঙ্কারি সংক্রান্ত দুর্নীতির মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে। ইডি মামলায় আগেই জামিন পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখন কেজরিওয়ালের জেল থেকে বের হওয়ার পথ সম্পূর্ণ পরিষ্কার। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জল ভূঁইয়ার বেঞ্চ কেজরিওয়ালকে ১০ লাখ টাকার জামিন বন্ডে স্বস্তি দিয়েছে। তবে জামিন দেওয়ার সময় কিছু শর্তও জারি করেছে সুপ্রিম কোর্ট। জামিনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য হবে, যা ইডি মামলায় জামিন দেওয়ার সময় আরোপ করা হয়েছিল। জেল থেকে বেরিয়ে এসে কেজরিওয়াল কোনো ফাইলে সই করতে পারবেন না। এর পাশাপাশি তাদের অফিসে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকবে। শুধু তাই নয়, এ বিষয়ে তিনি কোনো বক্তব্য বা মন্তব্য করতে পারবেন না।