অবশেষে অপসারিত হলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। আইপিএস অফিসার মনোজ কুমার ভার্মাকে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। বিনীত গোয়েলকে পদ থেকে অপসারণের ঘোষণার একদিন পর এই সিদ্ধান্ত এসেছে। আরজি কর হাসপাতালে ধর্ষণের ঘটনায় বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। আরজি কর কান্ডে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর গোয়েলকে পদ থেকে অপসারণের ঘোষণা করা হয়। বিনীত গোয়েলকে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ-এর এডিজি পদে নিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য,জঙ্গলমহলে বহু বছর ধরে সামনের সারিতে কাজ করার বিশাল অভিজ্ঞতা রয়েছে মনোজ কুমার বার্মার। পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ পদস্থ অফিসারদের একজন। ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার তিনি। এর আগে তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশে এডিজি (আইন-শৃঙ্খলা) ছিলেন।