মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং দুর্নীতির বিরুদ্ধে সবাইকে এক হতে হবে, ডাক লালুপ্রসাদ যাদবের

 

টিএইচজি ডেস্ক: মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং দুর্নীতির বিরুদ্ধে সবাইকে এক হতে হবে, বিজেপির বিরুদ্ধে এমনই ডাক দিলেন প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব। বিহারের পাটনায় রবিবার ‘সম্পূর্ণ ক্রান্তি দিবস’ উপলক্ষে এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন বিজেপি, জেডিইউ এবং আরজেডি নেতারা। সেখানে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে আমন্ত্রণ করা হলেও স্বাস্থ্যের কারণে তিনি অনুষ্ঠানে যেতে পারেননি। একটি ভিডিয়ো বার্তায়
লোকনায়ক জয়প্রকাশ নারায়ণকে সম্মান জানিয়ে লালুর বক্তব্য, ৪৮ বছর আগে যে একনায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন তাঁরা, দেশের সামনে আবারও সেই পরিস্থিতি হাজির হয়েছে।
প্রাক্তন রেলমন্ত্রীর মন্তব্য, ‘‘দেশের ভ্রাতৃত্ব এবং একতা নষ্ট করতে চাইছে বিজেপি। যে ভাবে বিজেপি কাজ করছে, তাতে গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলছে ভারত।’’
তিনি আরও বলেন, ‘‘মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং দুর্নীতির বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। সঙ্ঘবদ্ধ ভাবে লড়লেই আমরা জিতব।’’

তবে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ লালুর মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘‘দুর্নীতিমুক্ত নতুন বিহারের ডাক দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ। কিন্তু আজ যাঁরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের কথা বলছেন, তাঁরা নিজেরাই আষ্টেপৃষ্টে দুর্নীতিতে জড়িয়ে আছেন।’’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও