সুপ্রকাশ:
মহারাষ্ট্রে বিদ্রোহী বিধায়করা শিবসেনা ছেড়ে দেওয়ার ফলে এখন মহারাষ্ট্রে যে সঙ্কট তৈরি হয়েছে সেটা বিজেপির সড়যন্ত্র বলেই মানছেন এ রাজ্যের শিবসেনার কার্যকরী সভাপতি চন্দ্র শেখর ঝাঁ।
বর্তমানে মহারাষ্ট্রের রাজ্য রাজনীতির যে টালমাটাল অবস্থা। এই অবস্থায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে কি সিদ্ধান্ত নিতে চলেছেন এখন সেটাই দেখার। তবে তিনি যা সিদ্ধান্ত নেন মহারাষ্ট্রের শিবসেনাদের সঙ্গে বৈঠকের পর প্রতিটি রাজ্যের শিবসেনাদের সঙ্গে দু-তিন দিনের মধ্যে তিনি বৈঠক করবেন এবং তার পরেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানালেন চন্দ্রশেখর বাবু। আজ কলকাতায় তিনি বলেন, আগামী রবিবার উদ্ভব ঠাকরের সঙ্গে তার ভিডিও কনফারেন্সে বৈঠক হতে পারে। তারপরেই বোঝা যাবে তিনি কোন পথে হাঁটতে চলেছেন।
তিনি বলেন উদ্ভব সাহেব তো বলছেন বারবার যে যে কেউ মুখ্যমন্ত্রী হোক। তারা ফিরে আসুক। কিন্তু ফিরে না এলে আলোচনা কিভাবে এগোবে? এই সব কিছুর পিছনে বিজেপির চক্রান্ত আছে বলে তিনি জানান।