বিহারের সব মন্দির বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করতে হবে দু’সপ্তাহে, নির্দেশ বিজেপি-জেডিইউ সরকারের

আগামী দু’সপ্তাহের মধ্যে সবগুলি মন্দির, মঠ এবং ধর্মীয় ট্রাস্টের সম্পত্তি বাধ্যতামূলক ভাবে নথিভুক্ত করতে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে বিহারের বিজেপি-জেডিইউ সরকার। জানা গেছে, জেলাশাসকদের বলা হয়েছে, ১৫ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট জেলার সবক’টি মন্দির, মঠ এবং ধর্মীয় ট্রাস্টের সম্পত্তি বিহার ‘রাজ্য ধর্মীয় ট্রাস্ট কাউন্সিল’ (বিএসআরটিসি)-এ নথিভুক্তিকরণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিহারের আইনমন্ত্রী প্রমোদ কুমার শনিবার সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘কোনও মন্দির এবং মঠ যদি ১৫ জুলাইয়ের মধ্যে বিএসআরটিসি-তে নাম নথিভুক্তিকরণে ব্যর্থ হয় তবে রাজ্য সরকার ‘বিকল্প আইনি পথ’ খুঁজবে।’
তিনি সংবাদ সংস্থাকে আরও জানান, ১৯৫০ সালের ‘হিন্দু ধর্মীয় ট্রাস্ট আইন’ অনুযায়ী মন্দির, মঠ এবং ধর্মীয় ট্রাস্ট, ধর্মশালা নথিভুক্তিকরণ বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই আইন অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ওই ধর্মীয় প্রতিষ্ঠানগুলির সম্পত্তি রক্ষার উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হয়েছে। কাজ শেষ হলে বিএসআরটিসি-র ওয়েবসাইটে সেই তথ্য প্রকাশ করা হবে বলে জানান আইনমন্ত্রী প্রমোদ কুমার।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও