রবিবার ইন্ডিগোর শারজাহ-হায়দ্রাবাদ বিমানকে করাচির বিমানবন্দরে নামানো হয় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর পাওয়া গেছে। বিমান সংস্থা ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিমানে যান্ত্রিক ত্রুটি নজরে আসার পরই শারজাহ-হায়দরাবাদ বিমানটিকে করাচিতে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।’ বিমানের যাত্রীদের হায়দরাবাদে ফেরাতে অন্য একটি বিমান করাচিতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত দু’সপ্তাহে এ নিয়ে ভারতের দু’টি বিমান জরুরি কারণে পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করল। গত ৫ জুলাই দিল্লি-দুবাইগামী স্পাইসজেটের বিমান করাচি বিমানবন্দরে নেমেছিল। সে বারও যান্ত্রিক গোলযোগের কারণে পাইলট এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার ইন্ডিগোর বিমান করাচিতে নামে।