পুতিনের ধৈর্যের পরীক্ষা নিলেন এরদোয়ান

তেহরানে এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের অপেক্ষা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরদোয়ানের দেখা নেই, দাঁড়িয়ে আছেন পুতিন। তিনি যে ভেতরে ভেতরে ‍অস্থির হয়ে উঠছেন তা তার মুখোভঙ্গিতে স্পষ্ট। একে একে পাক্কা ৫০ সেকেন্ড পার হওয়ার পর এলেন এরদোয়ান। হাসিমুখে করমর্দন করলেন দুই নেতা। তবে কি পুতিনের অতীত আচরণের প্রতিশোধ নিলেন এরদোয়ান?

তুরস্কের টিটোয়েন্টিফোর ওয়েবসাইট এ বিষয় নিয়ে ‍তাদের খবরের হেডলাইন করেছে, ‘এটা কি প্রতিশোধ ছিল?”

বার্তা সংস্থা রয়টার্স জানায়, পুতিন অতীতে এভাবে এরদোয়ানসহ আরও কয়েকজন বিশ্বনেতাকে অপেক্ষায় রেখেছিলেন।
তবে সবচেয়ে উল্লেখ করার মতো ঘটনাটি ঘটেছিল ২০২০ সালে, মস্কোতে। সেবার এরদোয়ানকে পাক্কা দুই মিনিট অপেক্ষায় রেখেছিলেন পুতিন।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে মঙ্গলবারের ওই ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, পুতিন তার চেয়ারের সামনে দাঁড়িয়ে আছেন। পেছনে দুই দেশের পতাকা। তিনি দুইহাত পেটের নিচে আড়াআড়ি করে রেখে দাঁড়িয়ে, ‍চিবানোর মত করে মুখ নাড়ছেন। ক্যামেরায় এরদোয়ানকে দেখা যাওয়ার আগেই তার দাঁড়ানোর ভঙ্গি বদলে যায়। পুতিন হাসিমুখে হাত দুইদিকে প্রসারিত করে এরদোয়ানকে স্বাগত জানান।

এরদোয়ান বলেন, ‘‘হ্যালো, কেমন আছেন, ভালো?”
এরপর তারা হাত বাড়িয়ে পরস্পরের দিকে এগিয়ে যান, হাসেন এবং করমর্দন করেন।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসনের পর দ্বিতীয়বারের মতো পুতিন দেশের বাইরে কোথাও সফরে গেছেন।
মঙ্গলবার তিনি ইরান সফরে যান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন পুতিন।

ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটো জোটের কোনো দেশের নেতার সঙ্গে এটাই পুতিনের প্রথম বৈঠক।
ইন্টারনেট

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও