আজ ৫০১ দিন ধরে এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন চলছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতা ধর্ণা মঞ্চে গেছেন। এবার প্রতিবাদ মঞ্চে গিয়ে দেখা করতে পারেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারীদের তরফে শহীদুল্লাহ্ অভিষেকের দফতরের সঙ্গে ফোনে কথা হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘আমাদের দীর্ঘদিনের দাবি কী তা নিশ্চয়ই উনি শুনেছেন। আমাদের দাবি, যোগ্যপ্রার্থীরা যাতে সকলেই চাকরি পান। আমরা আশাবাদী উনি এলে সেই সমস্যার সমাধান হবে।’’