স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে
আজাদি কা অমৃত মহোৎসব চলছে দেশে। অনেকে সোশ্যাল মিডিয়ায় নিজের ডিপি বা ডিসপ্লে পিকচারে দেশের তেরঙ্গা পতাকাকে স্থান দিচ্ছে। এই আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বার নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে ফেসবুক, ট্যুইটারের ডিসপ্লে পিকচার পাল্টালো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস। এমনকি সঙ্ঘচালক মোহন ভাগবতও ডিপি পরিবর্তন করেছেন।
শনিবার আরএসএসের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হল সোশ্যাল মিডিয়ায়। সেখানে ডাক দেওয়া হল আজাদি কা অমৃত মহোৎসবে অংশ নেওয়ার। সেই ডাকে সাড়া দিয়ে দেশের সাধারণ মানুষ যাতে ঘরে ঘরে পতাকা তোলেন, সেই বিষয়টিও বলা হল। রাজনৈতিক মহলের মতে এই ঘটনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কেননা ইতিপূর্বে স্বাধীনতা দিবস নিয়ে আরএসএস এই ধরনের কোনও কর্মসূচি নেয়নি। অনেকে বলে থাকেন, স্বাধীনতা সংগ্রামে এই সংগঠনটির ভূমিকা তেমন নেই। তবে নরেন্দ্র মোদির ডাকে আজাদি কা অমৃত মহোৎসব পালনের আহ্বান বেশ গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন।