দুর্গাপুজোর সময় আনন্দ ভুলে আন্দোলন করেছে, এবার আলোর দীপাবলী উৎসবেও অন্ধকারে চাকরি প্রার্থীরা। কেননা, নিয়োগের দাবিতে তারা আনন্দ ভুলে পথে বসে আন্দোলন করছেন।
এসএসসি নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ উত্তীর্নদের আন্দোলন আজ ৫৮৯ দিনে পড়লো। অন্যদিকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরাও পথে। এছাড়া ২০০৯ প্রাইমারি পাস, গ্রুপ ডি এবং গ্রুপ সি চাকরি প্রার্থীরাও পথে। ধর্মতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে প্রাইমারি ২০১৪ নট ইনক্লুডেড প্রেজেন্ট লিস্টের চাকরি প্রার্থীদের অবস্থান ৬৮ দিনে পড়ল। কালিপুজোর সময় যখন চারিদিকে আলোর উৎসব তখন এক চাকরি প্রার্থী জানান, আমাদের কোনও আনন্দ নেই। কেননা ২০১৪ টেট উত্তীর্ন হয়ে আমরা বসে আর অযোগ্যরা সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়ে গেল। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও আমাদের আজ রাস্তায় বসে থাকতে হচ্ছে।” আর একজন বলেন,”আজ আলোর উৎসবের মধ্যেও আমাদের জীবনটা অন্ধকারে ভরে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমাদের নিয়োগের ব্যবস্থা করে আমাদের জীবনেও আলো নিয়ে আসুন।”
এক চাকরি প্রার্থী বলেন, আমাদের ন্যায্য দাবি সরকার মানেনি। পর্ষদ চালাকি করছে। কিন্তু আমরা আমাদের দাবি থেকে সরছি।
আন্দোলনকারীদের নেতা অচিন্ত্য সামন্ত জানাচ্ছেন, বাড়িতে ঘুম আসছে না, ফের ওই ফুটপথে শান্তিতে ঘুমাবো, যেভাবে আমাদের উপর অন্যায় করা হয়েছে তার বিরুদ্ধে পথে নামতে হবে।