দেশের একের পর এক কলেজে জয়ী হচ্ছে ওয়েলফেয়ার পার্টির ছাত্র যুব সংগঠন ফ্রাটারনিটি মুভমেন্ট

দেশের একের পর এক কলেজ, ইউনিভার্সিটিতে জয়ী হচ্ছে ওয়েলফেয়ার পার্টির ছাত্র যুব সংগঠন ফ্রাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া। এর আগে দেশের বেশকিছু কলেজ ও ইউনিভার্সিটিতে জয়ী হয়েছে সংগঠনটি। কোথাও এককভাবে তো কোথাও আদিবাসী, দলিত সংগঠনের সঙ্গে জোট করে জয় পেয়েছে। এবার কেরলের কালিকট বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিয়ন নির্বাচনে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই-কে হারিয়ে জয় পেল ফ্র‍্যাটারনিটি মুভমেন্ট। সংগঠনটি একে ‘ঐতিহাসিক বিজয়’ বলে উল্লেখ করেছে।
আবার পেরিনথালমান্না আজাস
কলেজ নির্বাচনে এমএসএফ, কেএসইউ এবং এসএফআই জোটকে পরাজিত করে ৬৮ আসনের মধ্যে ৪৯ আসন পেয়ে বিজয় লাভ করে ওয়েলফেয়ার পার্টির ছাত্র যুব সংগঠন। বিষয়টি নিয়ে এ রাজ্যের ফ্র‍্যাটারনিটি মুভমেন্টের সভাপতি আরমান আলী উচ্ছাস প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু জাফর মোল্লা জয়ীদের অভিনন্দন জানিয়েছেন।
এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতেও কাজ শুরু করে দিয়েছে ফ্রাটারনিটি মুভমেন্ট। সূত্রের খবর, যাদবপুরে পড়েছে পোষ্টার। কিছু দিনের মধ্যে আলিয়া ইউনিভার্সিটিতেও শাখা খুলতে যাচ্ছে সংগঠনটি।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও