সিনিয়র মাদ্রাসায় নমিনেশন করতে দিলো না তৃণমূলের গুন্ডাবাহিনী, অভিযোগ ওয়েলফেয়ার পার্টির

সিনিয়র মাদ্রাসায় নমিনেশন করতে দিলো না তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী। এমনটাই অভিযোগ ওয়েলফেয়ার পার্টির। একই অভিযোগ করেছে সিপিআইএম এবং কংগ্রেসও। তিনটি দলেরই অভিযোগ, তৃণমূল কংগ্রেসের লোকেরা তাদের নমিনেশন করতে দেয়নি।
এক প্রেস বিবৃতিতে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে,”নদিয়ার করিমপুর-২ ব্লকের বারবাকপুর দারুল হাদীস সিনিয়র মাদ্রাসায় ম্যানেজিং কমিটির নির্বাচনের নমিনেশনের তারিখ ছিল ১৯ নভেম্বর শনিবার। ওয়েলফেয়ার পার্টির সমর্থিত প্রার্থীরা ভোটে দাঁড়ানোর জন্য তৈরী হয়েছিলেন। কিন্তু নমিনেশন জমা দিতে গেলে তৃণমূল কংগ্রেসের বিশাল গুন্ডাবাহিনী বাধা দেয়। পুলিশ উপস্থিত ছিল কিন্তু তারাও এইসব সমাজ বিরোধী লোকদের কাছে যেন অসহায় হয়ে যায়! মাদ্রাসার প্রধান শিক্ষক যেন নিরুপায়! গণতান্ত্রিক একটা দেশে ওয়েলফেয়ার পার্টি সমর্থিত প্রার্থীরা নমিনেশন করার সুযোগটুকু পেল না! আমরা এই বর্বরতার তীব্র নিন্দা জানাই।”

ওয়েলফেয়ার পার্টির নদীয়া জেলা সভাপতি তাজেল আলি বলেন, “আসলে তৃণমূল কংগ্রেস এতটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে যে, মানুষ এদের ঘৃনা করছে। কেউ এদের বিশ্বাস করেনা। ক্ষমতার অপব্যবহার করে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে একটা ত্রাসের পরিবেশ তৈরি করছে। গত পঞ্চায়েতে ভোট লুট হয়েছে, এবারও সেই চেষ্টা করছে, আর সেই জন্য মাদ্রাসার মতো পবিত্র স্থানেও বিরোধীদের নমিনেশন করতে দিচ্ছে না। তৃণমূল কংগ্রেসের এই অত্যাচার বেশিদিন চলবে না। খুব দ্রুত এদের পতন হবে।”

তিনি আরও জানান, “আমরা জেলা শাসকের কাছে বারবাকপুর দারুল হাদীস সিনিয়র মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন বাতিলের দাবি জানিয়েছি। আইনি পথেও লড়বে দল।”

 

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও