পাস করে আট বছরেও চাকরি মেলেনি, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে কালীঘাট অভিযান মাদ্রাসা চাকরি প্রার্থীদের

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে কালীঘাট অভিযান করলেন মাদ্রাসা সার্ভিস কমিশন পাস চাকরি প্রার্থীরা। বুধবার যতীন দাস মেট্রো স্টেশনে নেমে কালিঘাটের দিকে মিছিল করে যেতে গেলে হাজরা মোড়ে পুলিশ আটকে দেয়। এরপর হাজরা মোড়ে বিক্ষোভ দেখাতে থাকে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে স্মারকলিপি দিতে চান। মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চ-এর রাজ্য সভাপতি মনিরুল ইসলাম, সেক্রেটারি নবিন বেরারা স্মারকলিপি জমা দেন।
মনিরুল ইসলাম জানান, মাদ্রাসা সার্ভিস কমিশনের ২০১৩ সালে বিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিলো ৩১৮৩, আপটু ডেট হওয়ার কথা ২০১৬ পর্যন্ত। সেই হিসাবে শূন্যপদ হওয়ার কথা প্রায় ৫০০০। কিন্তু ২০১৮ সালে প্যানেল লিস্ট প্রকাশ না করে কাদের নিয়োগ করেছে, কত নিয়োগ করেছে কিছুই জানা জায়নি। মাদ্রাসা ঘুরে ঘুরে জানা যাচ্ছে ১৫০০ শূন্যপদে নিয়োগ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন।’
তিনি আরও জানান, যে আরটিআই গুলো দেওয়া হয়েছে একাডেমি ইভালুয়েশন ২০১০ গেজেট রুলসের সাথে মিল খাচ্ছে না। প্রত্যেকের মার্কাস বেশি হয়ে যাচ্ছে।।
দীর্ঘ চার বছর ধরে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আন্দোলন করছে, শুধু প্রতিশ্রুতি পাচ্ছে, কিন্তু নিয়োগ আর হচ্ছে না।’
চাকরি প্রার্থীরা বলছেন,’ ষষ্ঠ এসএলএসটি নিয়োগের সময় মাদ্রাসা শিক্ষা মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি।’ তারা বলছেন,’১৪ অক্টোবর মন্ত্রী গোলাম রাব্বানী আশ্বাস দিয়েছিলেন দ্রুত নিয়োগ দেওয়া হবে। কিন্তু নিয়োগ না হওয়ায় কালিঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছিলো।’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও