নতুন বলে খেলা হবে বিশ্বকাপের সেমিফাইনাল-ফাইনাল, চার্জ দিতে হয় ম্যাচের আগে

ফুটবল বিশ্বকাপ শেষ পর্যায়ে। বাকি আর মাত্র এক সপ্তাহ এবং চারটি ম্যাচে। দু’টি সেমিফাইনাল, তৃতীয় স্থানের ম্যাচ এবং ফাইনাল খেলা হবে নতুন বলে।
ফিফার ওয়েবসাইট জানিয়েছে, বলের কাঠামো বা অন্য কোনও ব্যাপারে বদল আনা হয়নি। শুধু নকশায় সামান্য বদল এসেছে।

শেষ চারটি ম্যাচের বলে সোনালি আভা দেখতে পাওয়া যাবে। নতুন বলের নাম দেওয়া হয়েছে ‘আল হিম’, যার অর্থ স্বপ্ন।
প্রতি বার শেষ দিকের ম্যাচগুলিতে বলের নকশা পাল্টায় ফিফা। এ বারও তার ব্যতিক্রম নয়। বিশ্বকাপের বলে এ বার ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি।

‘আল রিহলা’ নামের সেই বলের ভেতরে রয়েছে সেন্সর, যা প্রচুর তথ্য সরবরাহ করছে ম্যাচের প্রতিটি মুহূর্তে। সেসবের কোনও বদল হচ্ছে না।
ভোরের দিকে বা বিকেলে মরুভূমির যে রঙ দেখা যায়, তার আভা দেখতে পাওয়া যাবে এই বলে। রয়েছে কাতারের পতাকার নকশাও। বিশ্বকাপের ট্রফির রঙও সেখানে দেখা যাবে।

বিশ্বকাপের বলে অত্যাধুনিক প্রযুক্তি থাকায় এবার অনেক সুবিধা হয়েছে। কঠিন অফসাইডের সিদ্ধান্তও বলের থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সহজেই দেওয়া যাচ্ছে।
এই বলকে মোবাইল, ল্যাপটপের মতো চার্জ দিতে হয় ম্যাচের আগে। বল নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও