ছত্তিশগড়ে গ্রেপ্তার ৩ মাওবাদী

সোমবার ছত্তিশগড়ে তিনজন মাওবাদীকে গ্রেপ্তার করল সে রাজ্যের পুলিশ। ছত্তিশগড় পুলিশ সূত্রে খবর, ধৃতরা খুন, বিস্ফোরণ ঘটানো, নিরাপত্তারক্ষী বাহিনীর উপর আক্রমণ সহ একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত। ধৃতদের মধ্যে একজন মিলিশিয়া কমান্ডারও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ২মাওবাদীকে ছোটেডোঙ্গার থানার অন্তর্গত তুরুষমেতা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। অপর মাওবাদীকে ওরছা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সন্দীপ কোর্রাম, শঙ্কর দারো এবং সীতারাম সোরি। এরমধ্যে সন্দীপ কোর্রাম জন মিলিশিয়া কমান্ডার। বাকি ২জন মিলিশিয়ার সাধারণ সদস্য।

এদিন ছত্তিশগড় পুলিশের বিশেষ বাহিনী ছাড়াও ইন্দো-টিবেট বর্ডার পুলিশের বাছাই সদস্যরা অভিযানে সামিল হন।

পুলিশ জানিয়েছে, চলতি বছরের ৭ এবং ৯ এপ্রিল ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় ২টি আইইডি বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় শঙ্কর দারো এবং সীতারাম সোরি সারসরি জড়িত। পুলিশের দাবি, ২০২১ সালে ছোটেডোঙ্গার এলাকায় একটি নির্মাণ কাজ চলাকালীন মাওবাদী হামলা ঘটে। একটি জেসিবি মেশিন সহ ৭টি গাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়। ঘটনায় এক শ্রমিক প্রাণ হারান। সেই ঘটনার সঙ্গেও দারো এবং সোরি জড়িত। ( সৌজন্যে: গণশক্তি অনলাইন)

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও