ঢুকতে-বেরোতে পুলিশ, দেব বল্লভের তাণ্ডবের পর মালদহের সেই স্কুলে এখনও কাটেনি আতঙ্ক!

 

গতকালকের সেই ঘটনার কথা মনে পড়লে অনেকই শিউরে উঠছেন। মালদহের মুচিয়ার চন্দ্রমোহন হাই স্কুলে এখনো আতঙ্ক কাটেনি। অস্ত্র হাতে ক্লাসে ঢুকে পড়েছিলেন দেব বল্লভ নামে এক ভয়ঙ্কর ব্যাক্তি। পুলিশকর্তা আজহারউদ্দিনের তৎপরতায় ধরাও পড়ে দেব। কিন্তু স্কুলে আতঙ্কের রেশ রয়ে গিয়েছে বৃহস্পতিবারও। গেটে বসেছে পুলিশ পিকেট। স্কুল থেকে ঢুকতে-বেরোতে চলছে কড়া নজরদারি। পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা— সকলের মুখেই আতঙ্কের ছাপ। আজ এক তৃতীয়াংশেরও কম ছাত্রছাত্রী এসেছে বৃহস্পতিবার। আতঙ্কের কথা মেনে নিয়েছেন স্কুলের প্রধানশিক্ষক। গত কাল ক্লাসে ছিল ৭১ জন। আজ উপস্থিত মাত্র ১৭ জন।
নিরাপত্তার অভাব বোধের কথা মেনে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক স্বাগতম সাহা। তিনি বলেন, ‘‘আমি ১২ বছরের বেশি এই স্কুলে আছি। এত দিন কোনও রকম ভাবেই নিরাপত্তার অভাব বোধ করিনি। কিন্তু গতকালকের ঘটনার পর আমি উদ্বিগ্ন। স্কুলে নিরাপত্তার প্রয়োজন আছে। পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছি।’’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও