রাজ্যে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের সেরাদের সম্পর্কে জেনে নিন
হাই মাদ্রাসায় প্রথম হয়েছেন মুর্শিদাবাদের ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্র আসিক ইকবাল। তার প্রাপ্ত নম্বর ৭৮০। শতাংশের হিসাবে ৯৭.৫% নম্বর পেয়েছেন।
•দ্বিতীয় হয়েছেন মুর্শিদাবাদের কমনগর হাই মাদ্রাসার ছাত্র নাসিরউদ্দিন মোল্লা। তিনি ৭৭৫ নম্বর পেয়েছেন।
•তৃতীয় হয়েছেন মালদার ফতেখানি বি এম এস হাই মাদ্রাসার ছাত্র মুহাম্মদ মুক্তাদুর রহমান। তার প্রাপ্ত নম্বর ৭৭৪।
•চতুর্থ হয়েছেন মালদার রাম নগর হাই মাদ্রাসার মফিজুল হক। তিনি ৯৬.৫ শতাংশ নম্বর পেয়েছেন।
আলিম পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছেন উত্তর চব্বিশ পরগনার মারুইবেরিয়া আইনুলউলুম সিনিয়র মাদ্রাসার সুজাউদ্দিন লস্কর। তিনি ৮৪৫ নম্বর পেয়েছেন।
•আলিমে ৮৪৩ পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন উত্তর চব্বিশ পরগনার কারিমুল ইসলাম এবং মুর্শিদাবাদের আব্দুল হালিম
•৮৩৯ পেয়ে আলিমে রাজ্যে তৃতীয় হয়েছেন মুর্শিদাবাদের সুলতানপুর আলীয়া সিনিয়র মাদ্রাসার আবদুর রহমান।
ফাজিল পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছেন হুগলির ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসার ফাহিম আক্তার। তার প্রাপ্ত নম্বর ৫৬৫।
দ্বিতীয় হয়েছেন পূর্ব বর্ধমানে মোজাম্মেল মল্লিক। তিনি ৫৫১ পেয়েছেন।
৫৪৯ পেয়ে ফাজিলে তৃতীয় হয়েছেন উত্তর চব্বিশ পরগনার আইজ আহমেদ মন্ডল।
এদিকে হাই মাদ্রাসা ২০২৩ পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকারী ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্র আশিক ইকবালকে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।