ইমামের মেয়ে হাই মাদ্রাসায় রাজ্যে পঞ্চম, সাদিয়া খাতুনকে সম্বর্ধনা দিল রঘুনাথগঞ্জ এসআইও

 

হাই মাদ্রাসায় রাজ্যে পঞ্চম সাদিয়া খাতুনকে সম্বর্ধনা দিল রঘুনাথগঞ্জ এসআইও। সাদিয়ার বাড়ি রঘুনাথগঞ্জ ব্লকের ইছাখালি গ্রামে। তিনি আই সি আর হাই মাদ্রাসার ছাত্রী।
বাবা মাওলানা ওয়ালিউল্লাহ একটি মসজিদের ইমাম। মা গৃহবধূ। সাদিয়ার সাফল্যে খুশি এলাকাবাসী। জানা গেছে, রাজ্যে পঞ্চম হওয়ায় এলাকার বিভিন্ন বাড়ি থেকে সাদিয়ার ঘরে প্রতিনিয়ত মিষ্টি আসছে।
এদিকে মেধাবী সাদিয়া সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি ডাক্তার হয়ে সমাজের সেবা করতে চায়।
এদিন সাদিয়াকে সম্বর্ধনা দেন এস আই ও রঘুনাথগঞ্জ ব্লকের ব্লক সভাপতি মো: মিনহাজুদ্দিন, ব্লক কিশোর অঙ্গন সম্পাদক সেনজারুল ইসলাম, ইছাখালি ইউনিট সভাপতি মিনারুল সেখ, আব্দুল আজিজ প্রমুখ।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও