কংগ্রেসের দুর্বলতার কারনেই বিদ্বেষীদের বাড়বাড়ন্ত: মাওলানা আরশাদ মাদানী

সারাদেশে সড়যন্ত্র চলছে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। নতুন শিক্ষানীতির বদলের মাধ্যমে কট্টর হিন্দুত্ববাদ চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্ত কর্ণাটকের মানুষ জানিয়ে দিল বিদ্বেষীদের ঠাই নেই এ রাজ্যে। কর্ণাটকের মানুষদের প্রশংসা করে কংগ্রেসকে আরও সাহসী হওয়ার কথা বললেন,মাওলানা আরশাদ মাদানী। মহারাষ্ট্রে জমিয়তে উলামায়ে হিন্দের তিনদিনের সম্মেলনের শেষে মাওলানা মাদানী বলেন, কংগ্রেসের দুর্বলতার কারনেই বিদ্বেষীদের বাড়বাড়ন্ত। কংগ্রেস শাসন আমলে বিদ্বেষীদের বিরুদ্ধ কড়া ব্যবস্থা নেওয়া হলে আজ এই দিন দেখতে হতো না। মাওলানা বলেন, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অনেকের বিদ্বেষী এজেন্ডার প্রতি সফট কর্ণার ছিল যার কারণে কংগ্রেস স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভদকামি বিদ্বেষীদের বিরুদ্ধে বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারেনি শাসন ক্ষমতায় থাকা অবস্থাতেও। তিনি বলেন, গান্ধীর ঘাতকরা এখনও ফোঁস করছে। সাম্প্রদায়িকতাবাদীরা সুযোগ পেয়েই বিষ ছড়াচ্ছে কিন্ত কংগ্রেস সুযোগ পেয়েছিল তাদের থামানোর জন্য। যার মাশুল দিতে হচ্ছে পরবর্তী প্রজন্মকে। কর্ণাটকের এই জয়ের পর মাওলানা বলেন, সারাদেশে আতঙ্কের পরিবেশ তৈরী করা হয়েছিল। সেই পরিবেশে কর্ণাটকের মানুষ সাহস করে সামনে এসেছে। এবার কংগ্রেসকে আরও সাহস দেখাতে হবে। কর্ণাটক থেকে শুরু করতে পারে কংগ্রেস। ঘৃণা কে ঘৃণা দিয়ে দমানো যায় না বলে মনে করেন মাওলানা। ভালোবাসা দিয়ে জয় করতে হবে। কর্ণাটকে কংগ্রেসের প্রতিশ্রুতি পূরণের জন্য আরও শক্ত হতে হবে। সতর্ক করে তিনি বলেন ঘৃণা বিদ্বেষ ছড়ানো উন্মাদের দমিয়ে দিতে না পারলে কংগ্রেসের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে না। কলম

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও