পাঁচ মাসে ইরানে ৩০৭ জনেরও বেশি বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে

 

গত বছর হিজাববিরোধী আন্দোলন শুরুর পর থেকেই ইরানে ক্রমশ বাড়ছে মৃত্যুদণ্ডের হার। দেশটির আদালতে ফাঁসির সাজাপ্রাপ্তদের বড় অংশই দোষী সাব্যস্ত হচ্ছেন রাষ্ট্রদ্রোহের অভিযোগে।

বৃহস্পতিবার নরওয়েতে মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর) তেহরানের সরকারি ‘তথ্য’ উদ্ধৃত করে জানিয়েছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে সে দেশে ৩০৭ জনেরও বেশি বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গত মে মাসে ইরানে ১৪২ জনকে ফাঁসি দেওয়া হয়েছে!
ইরানের সাম্প্রতিক ইতিহাসে এক মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা বলে আইএইচআর-এর রিপোর্টে দাবি করা হয়েছে।

ওই রিপোর্ট অনুসারে, ২০২২ সালের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে ৭৫ শতাংশ মৃত্যুদণ্ড কার্যকর করার হার বেড়েছে । বস্তুত, গত মে মাসে প্রতিদিন গড়ে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সেখানে।

গত সেপ্টেম্বরে তেহরান পুলিশের হেফাজতে হিজাব না পরার অপরাধে আটক তরুণী মাহশা আমিনির রহস্যজনক মৃত্যুর পরে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সেই বিক্ষোভকারীদের একাংশকে ইতোমধ্যেই রাষ্ট্রদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

সূত্র : ইন্টারনেট

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও