প্রার্থীপদ তুলতে বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে তৃণমূল!

 

চাপরায় সিপিআই(এম) প্রার্থীকে মারধর করে তার বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলেরর বিরুদ্ধে। গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে ভর্তি রয়েছন আরিফ বিশ্বাস। নদীয়ার চাপরা থানা বাঙ্গলজি গ্রামে সিপিএমের প্রার্থীর বাড়িতে হামলা তৃণমূলের দুষ্কৃতীদের। বৃহষ্পতিবার আরিফ বিশ্বাস চাপড়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএমের হয়ে মনোনয়নপত্র জমা দেন। তারপর ওই দিন রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে প্রথমে ফোনে ডাকে। সে যখন আসতে না চায় তার বাড়িতে গিয়ে তাকে মারধর করে বলে অভিযোগ। আরিফকে বাঁচাতে এলে পরিবার অন্য সদস্যরাও আহত হয়।
প্রার্থীপদ তুলে নিতে হুমকি চিঠি তৃণমূলের। নদীয়া জেলার পলাশীপাড়া থানার গোপীনাথপুর পঞ্চায়েতের রাধানগর ৩৮ নং বুথের সিপিআই(এম) প্রার্থী রূপালী বিবিকে হুমকি চিঠি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর আতঙ্কিত প্রার্থী অভিযোগ জানিয়েছেন তেহট্ট জেলার বিডিওর কাছে। যদিও ভয়ে আতঙ্কে প্রার্থী পদ তুলে নিতে নারাজ প্রার্থী রূপালী বিবি। কিন্তু তৃণমূলের হুমকির জেরে বর্তমানে বাড়ি ছেড়ে নিজের বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। (সৌজন্যে: গণশক্তি অনলাইন)

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও