অবশেষে সাড়ে চার মাসপর সাংসদ পদ ফিরে পেলেন জাতীয় কংগ্রেসের রাহুল গান্ধী। স্পিকারের সচিবালয় থেকে সোমবার সকালে ওই বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে।
মোদী পদবি অবমাননা মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২ বছরের কারাদণ্ড পাওয়ায় সাংসদ পদ খারিজ হয়ে যায় রাহুলের। শুক্রবারই সুপ্রিম কোর্টের তরফে রাহুলের সেই শাস্তির নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। সেই স্থগিতাদেশের ৪৮ ঘণ্টা পরেই রাহুলকে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দিলেন লোকসভার স্পিকার।
এরপর রাহুল গান্ধীকে নিয়ে সংসদে প্রবেশ করলেন মা সনিয়া গান্ধী। এদিকে রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে পাওয়ায় খুশির হাওয়া বইছে কংগ্রেসের মধ্যে।