‘চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক’, দাবী করলেন হিন্দু মহাসভার প্রধান

 

 

এতদিন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবী করেছিলেন কিছু তথাকথিত হিন্দুত্ববাদী নেতা। এবার চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবী করলেন হিন্দু মহাসভার নেতা।
কিছুদিন আগে চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস গড়েছে চন্দ্রযান ৩। এক্ষেত্রে বিজ্ঞানীদের বড় ভূমিকা রয়েছে।
এদিকে অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ দাবি করলেন, চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। এই ধরনের অদ্ভুত দাবি তাঁকে আগেও করতে দেখা গিয়েছে।
চক্রপাণি মহারাজের কথায়, ”সংসদে চাঁদকে হিন্দু সনাতন রাষ্ট্র বলে ঘোষণা করা হোক। চন্দ্রযান ৩-এর অবতরণের স্থান ‘শিবশক্তি পয়েন্ট’কে সেই দেশের রাজধানী রূপে গড়া হোক।” অন্য ধর্মের তরফে এই ধরনের দাবি করার আগেই সংসদে এই সংক্রান্ত বিল পাশ করানোর আরজিজানিয়েছেন মহারাজ।
শুধু তাই নয়, চন্দ্রযান ৩-এর অবতরণের স্থান ‘শিবশক্তি পয়েন্ট’কে সেই হিন্দু রাষ্ট্রের রাজধানী করার পরামর্শ দেন তিনি। হিন্দু মহাসভার ওই নেতার ভিডিও সোস্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও