দেশজুড়ে নিন্দার মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন উত্তরপ্রদেশের সেই অভিযুক্ত শিক্ষিকা, স্কুল বন্ধ করে দিল প্রসাশন

হিংসার বিরূদ্ধে ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ। তাই নিন্দার মুখে পড়ে নিজের কাজের জন্য ক্ষমা চাইলেন উত্তরপ্রদেশে ছাত্রকে চড় মারার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ত্রিপ্তা ত্যাগি। সামাজিকমাধ্যমে একটি ভিডিওতে দেখা গিয়েছে যে অভিযুক্ত শিক্ষিকা নিজের কাজের জন্য ক্ষমা চাইছেন। তিনি সেই ভিডিওটিতে বলেন, ‘‘আমি একটি অন্যায় করেছি। কিন্তু এই কাজের পিছনে কোন সাম্প্রদায়িক অভিসন্ধি ছিল না। ক্লাসের ছেলেরা তাদের কাজ করে আনেনি। তারা যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ না করে তার জন্য তাদের শাস্তি দেওয়া ছিল আমার উদ্দেশ্য।’’

অভিযু্ক্ত শিক্ষিকা দাবি করেছেন তিনি প্রতিবন্ধী। তিনি ভিডিওতে বলেছেন, ‘‘আমি উঠে দাঁড়াতে পারিনা। তাই ক্লাসের অন্য একটি ছেলেকে বলি যাতে সে তাকে চড় মারে।’’

প্রশাসন সূত্রে খবর ঘটনার পর গ্রামের ওই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ছাত্রদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও