এবার মোদী সরকারের ‘এক দেশ এক ভোট’ নীতিকে কে ‘সমর্থন’ প্রশান্ত কিশোরের

কেন্দ্রের বিজেপি সরকারের ‘এক দেশ এক নির্বাচন’ পরিকল্পনা নিয়ে উত্তাল গোটা দেশ। কংগ্রেস-সহ বিরোধী দলগুলি ইতিমধ্যে তীব্র বিরোধিতা করেছে এই ইস্যুতে। যদিও জল্পনা উসকে শর্তসাপেক্ষে মোদি সরকারের এই পরিকল্পনাকে সমর্থন করলেন পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর । তাঁর কথায়, “যদি ইতিবাচক মনোভাবের সঙ্গে দেশের স্বার্থে এই কাজ করা হয়”, তবে এক দেশ এক নির্বাচনকে সমর্থন করবেন তিনি।

প্রশান্ত কিশোরের বক্তব্য, দেশে একটিমাত্র নির্বাচন হলে আমজনতার ঘাড় থেকে নির্বাচনে খরচের বোঝা অনেকটাই নামানো যাবে। বলেন, “যদি ইতিবাচক উদ্দেশ্য নিয়ে করা হয়, চার থেকে পাঁচ বছরের একটি ট্রানজিশন পর্বে, তবে দেশের কাজে আসবে।” তিনি আরও বলেন, “ভারতের মতো দেশে ২৫ শতাংশ নাগরিক প্রতি বছর ভোট দেন। বছরের অনেকটা সময় সরকার ভোট নিয়েই ব্যস্ত থাকে। এটা কমে গেলে ভালই হবে। রাজকোষের খরচ কমবে, মানুষ একবারই সিদ্ধান্ত নেবে।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও