নিজের মেয়ের জন্য নিট পিজির নিয়ম পরিবর্তন করলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য!

 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নিট পিজি ২০২৩-এর কাউন্সেলিং সংক্রান্ত একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রক সমস্ত বিভাগের কাটঅফ এবং যোগ্যতা শতাংশ শূন্যে নামিয়ে এনেছে। এই সিদ্ধান্তের অর্থ হল, এবার নিট পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত শিক্ষার্থী কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য তাঁর মেয়ের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন এমন অভিযোগও করছেন নেটিজেনদের একাংশ। এই দ্বন্দ্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে কংগ্রেসও।
কংগ্রেসের বরিষ্ঠ নেতা জয়রাম রমেশও নিট পিজি ২০২৩-এর কাউন্সেলিংয়ের কাটঅফ মার্কস নিয়ে চলতে থাকা বিতর্কের বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি, জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্ট শেয়ার করে সরকারকে জিজ্ঞাসা করেছেন, এই সিদ্ধান্ত থেকে কারা লাভবান হতে চলেছে? তিনি তাঁর টুইটে লিখেছেন,“কেন্দ্রীয় সরকার নিট-পিজি পরীক্ষার কাটঅফকে শূন্য শতাংশে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পরীক্ষায় সবচেয়ে কম নম্বর পাওয়া শিক্ষার্থীরাও যোগ্য হয়ে উঠবে। এটা একটা জঘন্য সিদ্ধান্ত।” তিনি আরও লিখেছেন,“এটি নিট পরীক্ষার কাটঅফ সম্পর্কে গত বছর দিল্লি হাইকোর্টে সরকার যা উপস্থাপন করেছিল তার একেবারে বিপরীত। এটা সরকারের অবস্থান থেকে ‘ইউ-টার্ন’। একইসঙ্গে, এই সিদ্ধান্তে কারা লাভবান হবেন, সেই প্রশ্ন তুলে জয়রাম রমেশ লিখেছেন,”সরকারের এই ‘ইউ-টার্ন’ কি প্রভাবশালী বিজেপি নেতাদের সন্তানদের সুবিধার্থে নেওয়া হয়েছে?”
কাটঅফ কমানোর অভিযোগ প্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্যও। একটি টিভি সাক্ষাৎকারে তিনি তাঁর মেয়ের ভর্তির জন্য নিয়ম পরিবর্তনের অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর মেয়ে দিশা মান্ডব্য নিট-এ নিবন্ধন করেননি। এমন পরিস্থিতিতে নিয়মে কোনো পরিবর্তন আনার প্রশ্নই ওঠে না।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও