ভারত সরকার ফিলিস্তিনের পাশে দাঁড়াক, আহ্বান জামাত-ই-ইসলামি হিন্দের

 

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলতে থাকা বৈরিতার সাম্প্রতিক বিস্ফোরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামাত-ই-ইসলামি হিন্দ। গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জামাত-ই-ইসলামী হিন্দের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি বলেন,“ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সাম্প্রতিক বৃহৎ মাত্রার শত্রুতার বিস্ফোরণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটা ভুলে যাওয়া উচিত নয় যে সহিংসতার বর্তমান ধারাটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে সবচেয়ে ডানপন্থী নেতানিয়াহু সরকারের ইসরায়েলি আগ্রাসনের ফলাফল যা এখনও পর্যন্ত শিশু সহ শত শত মানুষের জীবনহানি করেছে। দখলদারিত্ব ও বসতি স্থাপনে অব্যাহত ইসরায়েলি নীতি এবং আকসা মসজিদের উস্কানিমূলক অপবিত্রতা এই অঞ্চলকে শান্তি ও স্থিতিশীলতার সুযোগ থেকে বঞ্চিত করছে”।

বিবৃতিতে জামাআতের কেন্দ্রীয় সভাপতি আরো বলেন,”জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে এবং অবিলম্বে ইহুদি বসতির সম্প্রসারণ বন্ধ করতে হবে। গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অসম যুদ্ধ শুরু করার অজুহাত হিসেবে ইসরায়েলকে এই ঘটনাগুলো ব্যবহার করা থেকে বিরত রাখার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই”।

সাদাতুল্লাহ হুসাইনি আরও বলেন, “জামায়াতে ইসলামী হিন্দ গান্ধীজীর সেই বিখ্যাত উক্তিটিকে বিশ্বাস করে যা ভারতের বহু প্রাচীন নীতির ভিত্তি ছিল যে ‘প্যালেস্টাইন ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত ঠিক যেমন ইংল্যান্ড ব্রিটিশদের বা, ফ্রান্স ফরাসিদের’, জামায়াত চায় ভারতীয়  সরকার ফিলিস্তিনিদের সমর্থন করবে, ফিলিস্তিনিদের তাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সাহায্য করবে এবং এই অঞ্চলে শান্তি আনতে তার বৈশ্বিক প্রভাব ব্যবহার করবে।”

সূত্র: India Tomorrow

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও